কালীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

এম, শাহজাহান আলী সাজু
বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সিমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশোনার (ভূমি) ভূপালী সরকার, ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন প্রমূখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, ঝিনাইদহ টিসিসি অধ্যক্ষ রুস্তম আলী। প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহায়তায় উপজেলা প্রশাসনের আযোজনে অনুষ্ঠিত সেমিনারে কালীগঞ্জের সাংবাদিক, জনপ্রতিনিধি,শিক্ষকরা অংশ গ্রহন করেন।

No comments

Powered by Blogger.