ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন চলাচল স্বাভাবিক, ৯ ঘন্টা পর খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার-
দীর্ঘ নয় ঘন্টা পর খুলনা-ঢাকা ও খুলনা-রাজশাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা যাত্রীবাহি ট্রেনটি লাইনে ফিরে স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে ।
রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রোববার রাত সোয়া আটটার দিকে খুলনাগামী নকশিকাথা ট্রেনটি কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজ ভ্যানের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন পৌছানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার হয়। ভোর ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

No comments

Powered by Blogger.