কালীগঞ্জের চঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার -ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতা মূলক এক আলোচনা সভা শিক্ষক, শিক্ষিকা , অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য , ছাত্র/ছাত্রী ,স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন এর সভাপতিত্বে মাদকদ্রব্য ঝিনাইদহ জেলা কার্যালয়ের ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন এর সভাপতিত্বে মাদকদ্রব্য ঝিনাইদহ জেলা কার্যালয়ের ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ
আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুল হক সহকারী পরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ, আব্দুস শুকুর সভাপতি চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ ঝিনাইদহ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকরী শিক্ষক আঃ ওহাব, কালীগঞ্জ উপজেলা ছাত্র লিগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান মিল্টন, প্রমুখ।আলোচনা শেষে আজিজুল হক সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ উপস্থিত সকলকে মাদককে না বলি শপথ বাক্য পাঠ করান।



No comments