ঝিনাইদহে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া ও গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের মোদন মোহন মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়’র সহকারী প্রকল্প পরিচালক জয়ন্ত কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবর সভাপতি এম রায়হান, খুলনা বিভাগীয় মাস্টার ট্রেইনার মনোতোষ কুমার, ফিল্ড সুপার ভাইজার গণপতি রায়।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৬ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, ক্রীড়া প্রতিযোগিতা ও গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.