কালীগঞ্জের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র আল আমিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র আল আমিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে শহরের প্রধান বাসস্ট্যান্ডে সাওতুল হেরা তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্ররা এ মানববন্ধন করে। নিহত শিশু আল আমিন কালীগঞ্জের আড়পাড়া বিশ্বাস পাড়ার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে।
মানববন্ধনে নিহত আল আমিনের পিতা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, গত ১ মাস ৫ দিন পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার কারণ জানতে পারিনি। আমার মতো কোন বাবার বুক যেন আর খালি না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানববন্ধনে মাদরাসার শিক্ষার্থীরা ছাড়াও নিহত আল আমিনের দুই চাচা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর বাড়ির পাশে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র আল-আমিন। এর ৫ দিন পর আড়পাড়া এলাকার একটি ৫তলা ভবনের পিছন থেকে গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।

No comments

Powered by Blogger.