ইবিতে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বিপ্লব খন্দকার, ইবি:-
ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয় ক্রিকেট মাঠে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিসির সাথে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এসময় রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল।
এবারের টুর্নামেন্টে বিশ^বিদ্যালয়ের ৩৪ বিভাগের মধ্যে ৩২ টি বিভাগ অংশগ্রহণ করছে। লোকপ্রশাসন বিভাগ ও আল হাদীস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের মধ্যকার খেলার মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হয়।

No comments

Powered by Blogger.