ইবিতে লোক-প্রশাসন বিভাগের পরিচ্ছন্ন অভিজান

বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চারপাশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে লোক প্রশাসন বিভাগ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান চালিয়েছে বিভাগটি।
এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের নেতৃত্বে প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. ফখরুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে বিভাগটি। 
কর্মসূচীর মধ্যে ২৬ ফেব্রুয়ারি পরিচ্ছন্নতা অভিযান, ২৯ ফেব্রুয়ারি ইনডোর গেমস, ১ মার্চ পিঠা উৎসব এবং ০৩ মার্চ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। কর্মসূচীর প্রথম দিনের অংশ হিসেবে আজ ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিভাগটি।

No comments

Powered by Blogger.