ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগে নবীন বরণ

বিপ্লব খন্দকার, ইবি:-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভাগটি। মঙ্গলবার বেলা ১১ টায় অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক এম এ এম মনোয়ার আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের 

শিক্ষক প্রফেসর ড. মাহফুজুর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. আব্দুল মুত্তালিব, প্রফেসর ড. আবু সাইদ মোহাম্মদ আলী, প্রফেসর ড. ওয়াবাইদুল ইসলাম। 
এছাড়াও প্রফেসর ড. এ কে এম মফিজুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, প্রফেসর ড. কামরুল হাসান, প্রফেসর ড. কাউসার বাকি বিল্লাহ, প্রফেসর ড. রফিকুল ইসলাম, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. ইকবাল হোসেন। এছাড়াও বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও বিভাগের পক্ষ থেকে ব্যাগ উপহার দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমরা এতদিন ক্ষুদ্র শিক্ষাজ্ঞণ ছেড়ে ক্যাম্পাসের মুক্ত ও পরিসর শিক্ষাজ্ঞনে আসতে সক্ষম হয়েছি। আরবী ভাষা পৃথিবীর ২৬ টি দেশের রাষ্ট্রভাষা যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা নিজেদের মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে চাই। ইবি'র ১৭৫ একর আমাদের মুগ্ধ করেছে।’
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘নবীনদের সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে স্বাগত জানানো ধর্মীয় ঐতিহ্য। আজকে আমাদের নবীনদের বরণ সেই ঐতিহ্যেরই বহি:প্রকাশ। আরবী ভাষা শুধু ধর্মীয় উদ্দেশ্যে নয়, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। আরবি বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সবক্ষেত্রে এগিয়ে আছে।’
সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলী বলেন, ‘আরবি বিভাগের ছাত্র-শিক্ষকের সম্পর্ক ও বন্ধন অন্য বিভাগের সাথে অতুলনীয়। তোমাদের লক্ষকে কাজে লাগিয়ে পথ চলতে হবে। প্লানিং এবং হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে তোমাদের সাফল্যতা অর্জন করতে হবে। সাফল্য এমন একটি প্রাপ্তি যেটি অনেক তিক্ত কিন্তু তার ফল অনেক মধুর তাই তোমাদের কে এর নির্জাস গ্রহণ করতে হবে।’
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৫ টি ব্যাচ সর্বোচ্চ ডিগ্রী নিয়ে বের হয়েছে। এবছর ৩০তম ব্যাচ হিসেবে ভর্তি হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

No comments

Powered by Blogger.