ঝিনাইদহে সততা ফাউন্ডেশনের উদ্যোগে বিধবা নারীদের মাঝে চাল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সততা ফাউন্ডেশন কর্তৃক কুয়েত প্রবাসী মোর্শেদ আলমের উদ্যোগে বিধবা নারীদের মাঝে চাল বিতরণ করা হয়। শুক্রবার বিকালে ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় চত্বরে চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ফাউন্ডেশনের সদস্য আব্দুস সামাদ স্বচ্ছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক জাহিদ আল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সুরভি রেজা, মাদারতেরেসা ব্লাড ব্যাংকের তারেক মাহমুদ জয়, রাজিয়া জামান, তিথী রহমান, আরিফা ইয়াছমিন লিম্পা, আল ইমরান, বাদশা আলমগীর, রেজাউল ইসলাম, হেব্বিগ্রুপ ফাউন্ডেশনের জাহান লিমন, এপেক্স কর্মকর্তা সেতু ম্যাডাম ও বায়েজিদ খান। অনুষ্ঠানে ১৫ জন হতদরিদ্র অসহায় বিধবা মহিলাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। যতদিন সম্ভব তালিকাভুক্ত এসব বিধবা নারীদের মাঝে চাল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, সততা ফাউন্ডেশনের পরিচালক জাহিদ আল ইসলাম। কুয়েত প্রবাসী মোর্শেদ আলম জানান, সমাজের অসহায় বিধবাদের আসলে কেও দেখেন না। তারা খুবই কষ্টে দিন কাটান। তাদের প্রতি মাসে নুন্যতম চালের ব্যবস্থা করার মধ্যেই আমি মানবপ্রেম খুজে পাচ্ছি।

No comments

Powered by Blogger.