ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা আশা সংস্থা এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় জেলার ৬টি উপজেলার শতাধিক শিক্ষা সেবিকা ও সুপার ভাইজার অংশ গ্রহণ করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আশার ডিরেক্টর (প্রোগ্রাম) আবু হাসনাত চৌধুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জয়েন্ট ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) শেখ ওবায়দুল্লাহ, আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তর কুমার ভৌমিক, কেন্দ্রিয় সিনিয়র শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক।
বক্তারা কর্মশালায় অংশ গ্রহণকারী শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের শিক্ষা খাতকে আরও একধাপ এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

No comments

Powered by Blogger.