কালীগঞ্জে কৃষকের সমস্যা সমাধানে মাঠ দিবস অনুষ্ঠিত
এম,শাহজাহান আলী সাজু-
ফসলের রোগ বালাইসহ কৃষকের নানান সমস্যা সমাধানে কৃষি বিভাগ ও কৃষকদের মধ্যে মাঠ পর্যায়ে প্রশ্ন-উত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সভাপতিত্বে সভায় বিশেয় অতিথি ছিলেন, কৃষি সম্প্রসার অফিসার হুমাইন কবির, উপ-সহকারী কৃষি অফিসার ইমদাদুল হক। অন্যান্যোর মধ্যে ছিলেন, প্রকল্প সম্বনয়কারী তোফায়েল আহম্মেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু, রনি বিশ^াস, কৃষক নেতা সাখাওয়াত হোসেন, আবজাল হোসেন, ফিরোজ আহম্মেদ, জুয়েল হোসেন ও আমির হোসেন। জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন এলাকার দেড় শতাধিক কৃষক মাঠ দিবস কর্মসূচিতে অংশগ্রহন করেন।
No comments