করোনার আতঙ্কে সাধারণ মানুষের পাশে ইবি ছাত্রলীগের সম্পাদক

বিপ্লব খন্দকার, ইবি:-
নতুন আতঙ্ক এখন প্রাণঘাতী করোনা ভাইরাস। যেটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। জাতিসংঘ ইতোমধ্যে এই ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে। এ ভাইরাসের দ্রুত বিস্তার রোধে পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে বেড়েছে অসহায়-ছিন্নমূল মানুষদের দূর্দশা।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরের রেল স্টেশন এলাকায় নিজ উদ্যেগে প্রায় অর্ধ-শত অসহায়-দরিদ্রের মাঝে চাল, ডাল, সাবান আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। দেশের এমন সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সম্পাদক রাকিব বলেন, ‘মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার করোনা প্রতিরোধ করবে ঠিক। কিন্তু অসহায়, ছিন্নমূল মানুষের দুর্দশা দেখবে কে? এছাড়া নিজ নিজ জায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

No comments

Powered by Blogger.