ইবিতে লোক প্রশাসন দিবস পালিত

বিপ্লব খন্দকার, ইবি:-
নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
জানা যায়, লোক প্রশাসন দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে বিভাগের সভাপতি প্রফপসর ড. জুলফিকার হোসেনের নেতৃত্বে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের কর্মকান্ডের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয। বিভাগের কৃতি শিক্ষার্থীদের চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লীডারশীপ অ্যাওয়ার্ডসহ বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আলেচনা সভায় বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা এবং সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটির উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর ড. লুৎফর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর ফখরুল ইসলাম, প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী সাদিক ও সাম্মী আকতার। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী সাদিক ও সাম্মী আকতার।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, মানুষের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করা। তাই দেশ পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারই দেশের আমলা। একজন দক্ষ আমলা তৈরিতে লোক প্রশাসন বিভাগের গুরুত্ব অনেক বেশি। এই বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা কামনা করি।
উল্লেখ্য, এদিকে এর আগে লোক প্রশাসন দিবস উপলক্ষে বিভাগে নানা কর্মসূচি পালন করে বিভাগটি। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, পীঠা উৎসব এবং মঙ্গলবার বিভাগের আয়োজনে 'দূর্নিতি মুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের একাডেমি সভায় সর্বসম্মতিক্রমে গত বছর থেকে (৩ মার্চ) এই দিনে লোক প্রশাসন দিবস হিসেবে পালন করে আসছে বিভাগটি।

No comments

Powered by Blogger.