করোনা ভাইরাসের প্রতিরোধে ইবি প্রশাসনের মাস্ক বিতরণ

বিপ্লব খন্দকার, ইবি:-
করোনা ভাইরাস প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের পক্ষ থেকে মাস্ক, জীবাণুনাশক ঔষধ স্প্রে ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ঘেঁষা ভাসমান বাড়িসমূহে, ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে স্থায়ী ও অস্থায়ী দোকান, ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এ সকল ভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস প্রতিরোধে সেলের আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন।
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ও প্রশাসনের নিজস্ব কারিগরী সহায়তায় উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে বলে প্রক্টর সূত্রে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, হলের আবাসিক শিক্ষক বিপুল রায়, নিরাপত্তা কর্মী আশরাফ, স্টেট অফিসের আলতাব এবং একজন স্প্রেকারী।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা করোনা ভাইরাস সচেতনতা এবং সুরক্ষার জন্য গত ২৬ মার্চ এ কাজের উদ্বোধন করেন।

No comments

Powered by Blogger.