ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা ও সমাধানে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা ও সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সেনা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেসময় বক্তারা, জেলার বিভিন্ন জায়গায় মাইকিং, লিফলেট বিতরনের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করার নির্দেশনা দেন। এমনকি দোকানে কিংবা কোন জায়গায় যেন জনসমাগম না হয় সে পরামর্শও দেওয়া হয়।

No comments

Powered by Blogger.