মানব জমিন সম্পাদকের বিরুদ্ধে মামলার নিন্দা প্রেসক্লাব কালীগঞ্জ নেতৃবৃন্দের
স্টাফ রিপোর্টার-
সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর কতর্ৃৃক মানবজমিন প্রত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধূরী,প্রতিবেদক আল-আমীন সহ ৩২ জনের নামে মিথ্যা মামলা করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব কালীগঞ্জ উপদেষ্টা ও মোহনা টিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি সোহেল আহমেদ. উপদেষ্টা মন্ডলী সদস্য আরটিভি জেলা প্রতিনিধি শিপলু জামান, প্রেসক্লাব কালীগঞ্জ সভাপতি জাকারিয়া হোসেন, সাধারন সম্পাদক মানবজমিন কালীগঞ্জ প্রতিনিধি তোফাজেল হোসেন তপু, সাংগঠনিক সম্পাদক শাহআলম , দৈনিক কুষ্ঠিয়া তানজির রহমান তকি, নবচিত্র ষ্টাফ রিপোর্টার হুসাইন কবির সুজন, সাংবাদিক সিরাজুল ইসলাম , আবুল কালাম , মতিয়ার রহমান, প্রমুখ । নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যামামলা প্রত্যাহার দাবী জানান ।
No comments