শৈলকুপায় করোনা প্রতিরাধে সংসদ সদস্য’র স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
মরনঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের স্বাস্থ্য সচেতন ও তাদের করোনার হাত থেকে রক্ষা করতে সাবান দিয়ে হাতধোয়ার ব্যবস্থা, মাস্ক, সাবান বিতরণ করেছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। মঙ্গলবার বিকেলে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় তিনি ভাটই বাজারে আসা শ্রমজীবি মানুষদের সাবাদ দিয়ে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেন। পরে ঘুরে ঘুরে দুরত্ব বজায় রেখে মাস্ক বিতরণ করেন। পরে শৈলকুপা উপজেলার চাঁদপুর, গাড়াগঞ্জ বাসন্ট্যান্ড, শেখপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে ১৪ টি পানির ট্যাংক স্থাপন করে। এই ট্যাংক ও বেসিন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের তত্বাবধানে রাখা হবে। কর্মীরা প্রতিদিন সকালে পানি ভরবেন ও সংসদ সদস্য’র দেওয়া সাবান সেখানে পরিবেশ করা হয়। কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ নেতা এম এ হাকিম, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার, টিএম রাজু উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.