কালীগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন- এম পি আনোয়ারুল আজীম আনার
চিত্রা নিউজ ডেস্ক- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ মৌসুমের উফশী আউশ এবং গৃস্মকালীন পেঁয়াজ প্রনোদনা কর্মসূচির ধান,গৃস্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে শারিরীক দুরত্ব বজায় রেখে আয়োজিত বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।ঝ আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমের উফশী আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয় ।এছাড়া ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০০ গ্রাম গৃস্মকালীন পেঁয়াজ বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়।
No comments