ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছা এলাকায় ট্রাকের ধাক্কায় মামুন মন্ডল (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। শনিবার সকালে মহেশপুর-ভৈরবা সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন্ড মন্ডল উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রী।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খানা জানান, রং মিস্ত্রি মামুন মন্ডল গ্রাম থেকে তার সহযোগি শাওন হোসেন (২৫)কে নিয়ে মোটর সাইকেল যোগে ভৈরবা যাচ্ছিল। পথে মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ২ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুন মন্ডলকে মৃত ঘোষণা করে। অন্যজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

No comments

Powered by Blogger.