অসহায় শতাধিক পরিবারের পাশে –”কালীগঞ্জ প্রেসক্লাব”

চিত্রা নিউজ ডেস্ক-
 করোনা মহামারির কবলে কর্মহীন অভুক্ত অসহায় পরিবারদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসলো ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
তারা অভুক্ত মানুষদের খুঁজে বের করে এনে ও বাড়ীতে বাড়ীতে পৌছে দিয়েছে প্রায় শতাধিক খাবারের প্যাকেট। অভাবী মানুষের পাশে দাঁড়াতে একাত্বতা ঘোষনা করে মঙ্গলবার রাতে কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সন্মুখে ওই অভাবী মানুষের হাতে খাবার প্যাকেট তুলে দেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময়ে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
ত্রান সহায়তা কর্মসূচীর অংশ হিসাবে,কালীগঞ্জ  প্রেসক্লাবের সাংবাদিকদের নিজ নিজ অনুদান সহায়তায় প্রায় শতাধিক অসহায় মানুষদের খাবার দিতে তারা প্রস্তুতি গ্রহন করে। সেই কর্মসূচি অংশ হিসাবে শহরের অভাবী মানুষদের  খুঁজে বের করে বাড়ীতে বাড়িতে খাবার প্যাকেট পৌছে দিচ্ছে। ওই খাবারের প্রতিটি প্রাকেটে, চাল ৫ কেজি, আলু ১ কেজি, আটা ১ কেজি, তেল আধা কেজি, ডাল আধা কেজি, পিয়াজ আধা কেজি ও ১ টি করে সাবান দেওয়া হয়।
খাবার বিতরনকালে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকালের জামির হোসেন, সাধারন সম্পাদক সংবাদের সাবজাল হোসেন, সাবেক সভাপতি গ্রামের কাগজের টিপু সুলতান, সহ-সভাপতি জয়যাত্রা টিভির হাবিব ওসমান, সদস্য ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ, আলোকিত বাংলাদেশের মতিউর রহমান, আগামীর সময়ের রিয়াজ মোল্ল্য, তৃতীয়মাত্রার নাজমুল হাসান নাজিম, সকালের সময়ের ফরহাদ হোসেন ও শিকলের জুয়েল রানা সহ অন্নান্য সাংবাদিকবৃন্দ।

No comments

Powered by Blogger.