কোটচাঁদপুরে আইসোলেশনে থাকা ১ যুবকের করোনা শনাক্ত

মো রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে - ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা ২১ বছরের ১ যুবকের করোনা শনাক্ত হয়েছে।  ২৬ এপ্রিল ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ। তিনি জানান, গত মঙ্গলবার ২১ (এপ্রিল) বিকালে উপজেলার পাঁচলীয়া গ্রামের পেশায় রাজমিস্ত্রী ওই যুবক সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। যুবকের করোনার উপসর্গ থাকায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। রবিবার ২৬ (এপ্রিল) সকালে ওই যুবকের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পায়। রশীদ জানান, করোনা আক্রান্ত যুবককে হাসপাতালের আইসোলেশনে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 
উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ী উপজেলার পাঁচলিয়া গ্রাম লকডাউন করা হয়েছে। এদিকে কোটচাঁদপুরে এই প্রথম করোনা রুগি শনাক্ত হওয়ায় থমথমে পরিস্তিতি বিরাজ করছে।

No comments

Powered by Blogger.