ঝিনাইদহের কালীগঞ্জ তৈলকূপী সোসাইটি উদ্দ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন-এম পি আনার

স্টাফ রিপোর্টার-
গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনা ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে  গরীব দুঃস্থ মানুষেরা। ঠিক তখনই   তৈলকূপী সোসাইটি, সভাপতি ইন্তাদুল হক সোহাগের নেতৃত্বে অসহায়দের পাশে এগিয়ে আসেন। তাদের সংগৃহীত অর্থ দিয়ে রোববার বিকালে গ্রামের প্রায় ১৫০ টি পরিবারের মাঝে  দল মত  নির্বিশেষে   খাদ্য সামগ্রী বিতরন করেন।
তৈলকুপী সোসাইটি প্রধান উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তৈলকুপী সোসাইটির উপদেষ্টা আব্দুল মতিন পাতা মিয়া, উপদেষ্টা গোলাম রসুল, সোসাইটির উপদেষ্টা ফিরোজ মিয়া,উপদেষ্টা উত্তম সেন উপদেষ্টা বিকাশ রায় সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ইমদাদুল হক সোহাগ, তৈলকুপী সোসাইটি র পরিচালনা পরিষদের নেতা মতিয়ার রহমান মতি , বাচ্চু মিয়া, রাম বিশ্বাস, মধু বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।তৈলকুপী সোসাইটির সভাপতি ইমদাদুল হক সোহাগ বলেন আমাদের এই ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে, যতদিন আমার বাড়ি রান্না হবে ততো দিন আমার প্রতিবেশি কেও অভুক্ত থাকবে না। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা  এই খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। সেই সাথে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
এই মহৎ কাজের সাথে যুক্ত ছিলেন। এলাকার সুধীজন তাদের এই কর্ম কে সাধুবাদ জানিয়েছে।

No comments

Powered by Blogger.