মহেশপুরে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের মহেশপুর ট্রাকের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার সকালে মহেশপুর উপজেলা শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান বলেন, উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান ও সমাজসেবা কর্মী আব্দুল কুদ্দুস বাড়ী থেকে মহেশপুরে যাচ্ছিল। পথে শহরের হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। সেসময় ইউপি সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলে থাকা অপরজন গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.