শৈলকুপায় সাড়ে ৩’শ পরিবারের মাঝে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ

ঝিনাইদহ  ১৬ মে-
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার পীড়াগাতী গ্রামের আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে ঐ এলাকার সাড়ে ৩’শ অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান, সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত থেকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন। সে সময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ,সাবান, সেমাই,চিনি ও শাড়ী লুঙ্গী তুলে দেওয়া হয়। এসব পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো। উল্লেখ্য ২০১৯ সালে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড ও বিনামূল্য স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।


No comments

Powered by Blogger.