শৈলকুপায় এবার ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত -১৮দিনে ৫ খুন!
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ এবার শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহতের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে শৈলকুপার দিগনগর ইউনিয়নের ধরলা গ্রামে এই ঘটনা ঘটে। এই নিয়ে বিগত ১৮দিনে শৈলকুপায় মোট ৫টি খুনের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি অপারেশন মহসিন হোসেন জানান, গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে নজির জোয়ার্দার (৬০) সাথে তার ভাতিজা রজন জোয়ার্দার ( ২৮) এর সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এসময় ভাতিজা রজন জোয়ার্দার বাক বিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে চাচা নজির জোয়ার্দারের মাথায় ও শরিরে বিভিন্ন অংশে আঘাত করে গুরুত্বর আহত করে।
পরে আহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজির উদ্দিনে (৬০)কে মৃত ঘোষনা করে।
নিহত নজির জোয়ার্দার একই এলাকার মৃততাছের জোয়ার্দার এর ছেলে ও অভিযুক্ত ভাতিজা রজন জোয়ার্দার ( ২৮) একই এলাকার সনু জোয়ার্দার এর ছেলে।
ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ এবার শৈলকুপায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহতের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে শৈলকুপার দিগনগর ইউনিয়নের ধরলা গ্রামে এই ঘটনা ঘটে। এই নিয়ে বিগত ১৮দিনে শৈলকুপায় মোট ৫টি খুনের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি অপারেশন মহসিন হোসেন জানান, গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে নজির জোয়ার্দার (৬০) সাথে তার ভাতিজা রজন জোয়ার্দার ( ২৮) এর সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এসময় ভাতিজা রজন জোয়ার্দার বাক বিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে চাচা নজির জোয়ার্দারের মাথায় ও শরিরে বিভিন্ন অংশে আঘাত করে গুরুত্বর আহত করে।
পরে আহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজির উদ্দিনে (৬০)কে মৃত ঘোষনা করে।
নিহত নজির জোয়ার্দার একই এলাকার মৃততাছের জোয়ার্দার এর ছেলে ও অভিযুক্ত ভাতিজা রজন জোয়ার্দার ( ২৮) একই এলাকার সনু জোয়ার্দার এর ছেলে।
No comments