করোনাকালে ইবি শিক্ষার্থী অমিতের অনলাইনে 'আম বাজার' গড়ে সাফল্য

ইবি প্রতিনিধিঃ বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস যখন আতঙ্কিত করে তুলেছে সবাইকে, অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও তখন বন্ধ ৷ লকডাউনের এই মূহুর্তে কেউ দিন কাটাচ্ছে ঘরে, কেউবা আবার স্বেচ্ছাসেবী কার্যক্রমে ৷ কেউবা টিউশনি বন্ধের এই সময়ে অনলাইনে গড়ে তুলেছে আয়ের নানান ক্ষেত্র ৷ তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কুমার সরকার, লকডাউনের ছুটিতে চলে গেছে নিজ বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার সরেরহাট গ্রামে ৷ বাড়িতে থেকেই নিরাপদে ফরমালিনমুক্ত এবং পরিপক্ক আম সরবরাহ করতে শুরু করেছে ঢাকা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় ৷
'আম বাজার' নামে তার একটি ফেসবুক পেজ এবং গ্রুপ আছে । অমিত জানায়, "দেশের বিভিন্ন স্থানে এই মাসে প্রায় ৮০ মন গোপালভোগ এবং হিম সাগর আম সফল ভাবে ডেলিভারি দিয়েছি, আমার কাছে এখনো পর্যাপ্ত পরিমান হিমসাগর আম আছে ৷ পরবর্তীতে ল্যাংড়া, ফজলি, আমরুপালি আম ডেলিভারি দিব ৷" অনলাইন এ আম বিক্রি করে বেশ সাফল্য পেয়েছে, তবে কুরিয়ার সার্ভিস এ কিছুটা ভোগান্তির কথাও জানান ৷ তিনি বলেন, "আমরা আম ভাল দিলেও অনেক সময় কুরিয়ার গুলোর দেরিতে ডেলিভারি করার কারণে আমাদের সফলতা কিছুটা অপূর্ণ হচ্ছে, কুরিয়ার সার্ভিস গুলো ভালো সার্ভিস দিলে তরুণরা এসব অনলাইন ভিত্তিক ছোট ব্যবসার মাধ্যমেও নিজেকে আত্মনির্ভরশীল করতে পারবে।"
ঝিনাইদহ থেকে কুরিয়ারে আম পেয়ে ইবির এক সাবেক শিক্ষার্থী শারমিন জাহান প্রমা অমিতের 'আম বাজার' গ্রুপে মন্তব্য লিখেন, 'ঝিনাইদহে বসে রাজশাহী এর বিশ্বাসযোগ্য ফ্রেশ আম বাজারদর অপেক্ষা তুলনামুলক কম দামে পেয়ে বেশ ভালো লাগছে। এত গরমে একটু চিন্তা ছিল কুরিয়ারে আসার পথে দু'দিনে আম গুলো ঠিক থাকবে কিনা। কিন্তু প্যাকিং সিস্টেমটা ভালো ছিল, সবগুলো আম আলহামদুলিল্লাহ ঠিকঠাক পেয়েছি ৷'

No comments

Powered by Blogger.