ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ ২জন নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের বলিদাপাড়া ও সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে ও বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী রিমা খাতুন (৮) ও সদর উপজেলার বিষয়খালীর গ্রামের মুরাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)
ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, শনিবার সকালের দিকে ঝিনাইদহ-যশোর সড়কের পাশে দাঁড়িয়েছিল রিমা। যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
অপর দিকে, সদর উপজেলার বিষয়খালী গ্রামের রাজমিস্ত্রী জাহাঙ্গীর আলম বাইসাকেলে করে বাড়ী থেকে বের হয়ে কাজের সন্ধানে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি মাইত্রেুাবাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের বলিদাপাড়া ও সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে ও বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী রিমা খাতুন (৮) ও সদর উপজেলার বিষয়খালীর গ্রামের মুরাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)
ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, শনিবার সকালের দিকে ঝিনাইদহ-যশোর সড়কের পাশে দাঁড়িয়েছিল রিমা। যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
অপর দিকে, সদর উপজেলার বিষয়খালী গ্রামের রাজমিস্ত্রী জাহাঙ্গীর আলম বাইসাকেলে করে বাড়ী থেকে বের হয়ে কাজের সন্ধানে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি মাইত্রেুাবাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
No comments