ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল সায়েন্স হোম নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার তানজীলা সুমাইয়া সিদ্দিকীসহ চিকিৎসকরা অংশ নেয়।
এসময় মহামারী করোনায় ভাইরাসসহ নানা রোগের সংক্রমন প্রতিরোধে হাসপাতালের চিকিৎসা বর্জ্য উৎস পর্যায় থেকে নির্দিষ্ট পাত্রে পৃথকীকরণ করে সংগ্রহ ও সঠিক উপায়ে ব্যবস্থাপনার করার আহ্বান জানানো হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেওয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

No comments

Powered by Blogger.