বিষধর গোখরা সাপের হাতথেকে অল্পের জন্য রেহায় পেলেন আব্দুস শুকুর

এনামুল হক সিদ্দিক-
বিষধর গোখরা সাপের হাতথেকে অল্পের জন্য রেহায় পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া  মাধ্যমিক বিদ্দ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়ানের সাবেক সোচিব চাচড়া গ্রামের সমাজসেবক মোঃ আব্দুস শুকুর । ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে। তিনি তার নিজ গ্রামের পশ্চিম মাঠের তীর্মিপাড়ার আকখেতে সার বোনার উদ্দেশ্যে সার মিশাচ্ছিল। এ সময় তার  পেছনদিকে নজর পড়ে সাপের ফনারদিকে। ঠিক সেই সময় চিৎকারদিলে মাঠের লোকজন এগিয়ে আসে দেখে পাশে একটি গর্থআছে। গর্থটি খুড়ে দেখে তার ভেতরে শুদু সাপের ডেম। তা প্রাই ২৪ টি সাপের ডেম পাওয়া গেছে। অল্পের জন্য বিষধর সাপের হাতথেক রেহাই পেলেন শুকুর আলী।

No comments

Powered by Blogger.