শৈলকুপায় বাস মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক তুষার (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গি রুবেল হোসেন। সোমবার বিকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষারের বাড়ি শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে।
শৈলকুপা থানার এস আই মোঃ শাখাওয়াৎ হোসেন জানান, তুষার ও তার সঙ্গী ঝিনাইদহ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। দুধসর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া হতে ঝিনাইদহ গামী রূপসা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলের দু জন আরোহী গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তুষারকে মৃত ঘোষনা করেন। রুবেলকে ফরিদপুর মেডেকেল কলেজে রেফার্ড করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।
No comments