কোটচাদপুরে করোনা উপসর্গ নিয়ে বিআরবি কর্মকর্তার মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৩৪ জন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলাউদ্দিন (৩০) নামের এক বিআরবি কর্মকর্তা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ ই জুলাই করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি। চিকিৎসারত অবস্থায় শনিবার ভোর রাতে তিনি মারা যান। এছাড়াও জেলায় নতুন করে করোনায় আরও ৩৪ জন আক্রান্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জানা যায়, শনিবার করোনা উপসর্গ নিয়ে মৃত আলাউদ্দিনের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ মৃত ব্যক্তির জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণ তার লাশ দাফন সম্পন্ন করেছে। এনিয়ে জেলায় ২৬ টি লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

No comments

Powered by Blogger.