ঝিনাইদহে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

কোটচাদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, কোটচাঁদপুরের রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র চঞ্চল ও মিশন হোসেন বৃহস্পতিবার পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা ফিরে এলেও চঞ্চল ও মিশন নিখোঁজ ছিল। গতকাল সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে না গেলে রাতভর পুকুর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। পরে শুক্রবার সকালে ওই পুকুরের মিশনের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মিশন ও চঞ্চলের লাশ উদ্ধার  করে।


No comments

Powered by Blogger.