ঝিনাইদহে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে জেলা ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আলোচনা ও দোয়া মাহফিল

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করা হয়। রোববার দুপুরে নিজ কার্যালয়ে জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর সাব- রেজিস্টার আমিনা বেগম সহ জেলা ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, দলিল লেখকগণ, নকলনবিশগণ এবং হাফেজ ছাত্রবৃন্দ। দোয়া মাহফিলের আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করে বিশেষ দোয়া করা হয়। পরে সদর সাব-রেজিস্ট্রার সংলগ্ন রাফিউল আমানিয়া বাইতুলউলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করা হয়। 


No comments

Powered by Blogger.