মাস্ক পড়া জরুরী কেন

 তরিকুল ইসলাম মাসুম-

 "দিনে দিনে বাড়ছেই করোনার সংক্রমণ,

আমরা তো এখনো করতে পারিনি তা দমন,

সরকারি নির্দেশন: 'মাস্ক পড়ুন, মাস্ক পড়ুন'

মেনে আর চলে 'জন, সেইটা তো বলুন

সবসময় স্বাস্থ্যবিধি যেন মেনে চলি সবাই

এইটা না মানলে পরে বাঁচবার উপায় নাই,

শিক্ষিত কিবা অশিক্ষিত সবাই তো জনগণ

স্বাস্থ্যবিধির কথা বলি সবারে তাই চলুন "

#মাস্ক পড়া জরুরী কেন এবং সচেতনতা বৃদ্ধি কেন প্রয়োজন:

এক. জনসাধারণের চলাচল আছে এমন যেকোনো জায়গায় গেলে সবসময় মাস্ক পরে থাকা উচিত ৷ কেননা এটি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং হ্রাস করতে সহায়তা করেছে ৷

দুই. গণপরিবহণ কিংবা দোকানপাট যেখানে একসঙ্গে পাশাপাশি অনেক মানুষের জমায়েতের আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় মাস্ক পরা অবশ্যই পরতে হবে

কেননা, করোনায় আক্রান্ত কোনো রোগীর মুখের লালারস বা কোনো সংক্রমিত এলাকার সংস্পর্শে এলে অন্য মানুষ সংক্রমিত হচ্ছেন ৷ এক্ষেত্রে মাস্ক পরা থাকলে কোনো সুস্থ মানুষের নাকে বা মুখে আক্রান্তের থুত সহজে যাওয়া সম্ভব নয় ৷ সুতরাং মাস্ক পরলে অনেকটাই নিরাপদে থাকা যায় ৷

তিন. মাস্ক পরার ফলে সংক্রমণ বেড়েছে, এমন তথ্য পাওয়া যায় না মাস্কের সাহায্যে অনেক দেশই সংক্রমণের হার কমাতে সক্ষম হয়েছে ৷ বাড়িতে তৈরি মাস্কও পরা যেতে পারে তবে শ্বাস নিতে সুবিধা হয় এমন মাস্কই পরা উচিত ৷

চার. করোনা ভাইরাস রুখতে স্বাস্থ্যবিধির গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ মাস্ক পরা ৷ অনেক দেশ এই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ৷ সাধারণত মাস্ক পরা থাকলে নাকে-মুখে বার বার হাত দেওয়া থেকেও বিরত থাকা যায় ৷

# শিশুরা কেন মাস্ক পড়বে এবং প্রয়োজনীয় সতর্কতা:

এক. করোনা ভইরাসের প্রাদুর্ভাবের কারণে মাস্ক এখন একটা গুরুত্বপূর্ণ সরঞ্জামে পরিণত হয়েছে, বলতে গেলে শরীরের একটা অংশের মতোই ধুলাবালি থেকে বাঁচার জন্য বাহিরে বের হলে মাস্ক পড়া উচিত ৷ মাস্ক ছোটদেরও পরতে হবে তাদেরও সুরক্ষার জন্য

দুই. রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র থেকে বলা হয়েছে বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মাস্ক পরানো উচিত নয় ৷ কেননা এতে শিশুটির শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে মাস্ক পরেছেন তার সেই মাস্ক সরাতে সক্ষম হওয়া উচিত ৷ এজন্য বছরের বয়সের পর থেকে মাস্ক পরানো নিরাপদ হবে

তিন. এমন জায়গায় গেলে, যেখানে বাচ্চাদের কাপড়ে মুখ ঢাকা দেওয়া উচিত এবং বাইরে যতক্ষণ না তারা অন্যদের থেকে কমপক্ষে ফুট দূরে থাকতে পারে তবে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে ৷ শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হলে সাথে সাথে মাস্কটি সরিয়ে ফেলতে হবে

চার. বেশিরভাগ লোকের জন্য ঘরে তৈরি বা কেনা কাপড়ের মাস্কগুলোই ভালো ৷ তবে বাচ্চাদের জন্য ফিট মাস্ক গুরুত্বপূর্ণ ইলাস্টিক প্লেড ফেস কভারিং বাচ্চাদের পক্ষে সবচেয়ে ভাল কাজ করে এজন্য বাচ্চাদের মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ মাস্ক দিতে হবে, যাতে তারা এটি পরতে বিরক্তবোধ না করে ৷পাঁচ. মাস্ক নিয়ে বাচ্চাদের সাথে জোরজবরদস্তি না করে সুন্দর করে বুঝিয়ে আগ্রহ তৈরি করতে হবে মাস্ক ব্যবহারে শিশুর দমবন্ধ বা শ্বাসরোধের একটি সম্ভাব্য ঝুঁকি থাকে তাই কখন মাস্ক খুলে ফেলতে হবে বিষয়টি শিশুদের বুঝাতে হবে ৷

লেখক: তরিকুল ইসলাম মাসুম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

Volunteer For Children (UNICEF Bangladesh)

No comments

Powered by Blogger.