ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ইবি প্রতিনিধিঃ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) শাখার ২0২0 সালের সালের - ২0২1 কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে শনিবার ( 8 আগষ্ট ) ফোরামের নব নির্বাচিত সভাপতি আশিকুর রহমান সাধারণ সম্পাদক এস এইচ ওয়ালীউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেতথ্য জানা হয়

ইতোপূর্বে গত 6 আগস্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২016 - 17 শিক্ষাবর্ষের আশিকুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে আল - ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের ২017 - 18 শিক্ষাবর্ষের এস এইচ ওয়ালীউল্লাহ মনোনিত হয়েছেন

ইবি শাখার 11 সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ - সভাপতি রাশেদ আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন , সাংগঠনিক সম্পাদক আবু তালহা আকাশ এবং সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন , অর্থ সম্পাদক ফুহাদ হাসান , দপ্তর সম্পাদক নাজমুস সাকিব , উপ দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অনিল মোঃ মোমিন এবং সাহিত্য প্রচার সম্পাদক শ্যামলী তানজিন অনু  

ফোরামের কার্যক্রম সম্পর্কে নব মনোনীত সাধারণ সম্পাদক এস এইচ ওয়ালীউল্লাহ বলেন , " লেখনীর মাধ্যমে অজ্ঞতা আর সামাজিক অসঙ্গতি তুলে ধরাও একটি সংগ্রাম এই অর্থে লেখালেখি করা একজন সচেতন নাগরিকের সৃষ্টিশীল সামাজিক দায়বদ্ধতারই অংশ আমাদের ঘুনে ধরা বিবেককে নাড়া দিতে এবং অপশক্তির মোকাবেলা করতে একদল দক্ষ লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি "

উল্লেখ্য , গত 6 আগস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার পাশাপাশি আগামী 7 কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়

No comments

Powered by Blogger.