পদোন্নতি পেয়ে বিদায় নিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, যোগদান করলেন জাহিদুল করিম

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ সদর উপজেলায় ২ বছর ১মাস সফলভাবে কর্মকাল শেষ করে পদোন্নতি পেয়ে বিদায় নিলেন উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম। ২৫ তম বিসিএস (কৃষি) ক্যাডারের মেধাবী এই কর্মকর্তা ২০১৮ সালে ২ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার যোগদান করেছিলেন । এর আগে তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলায় যোগদানের শুরু থেকেই কৃষি উন্নয়নের সুনিদিষ্ট পরিকল্পনা প্রনয়ন করে তিনি সেই মোতাবেক কাজ করতে থাকেন। কৃষির আধুনিক ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ ফসল উৎপাদন এবং ফসলের সর্বাধুনিক জাত সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৌসুমের শুরুতে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করেন। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে ভূর্তকীমূল্যে রাইচ ট্রান্সপ্লান্টার, রিপার ও কম্বাইন্ড হার্ভেষ্টার যন্ত্র বিতরন করেন। কৃষিকে লাভজনক পেশায় পরিনত করতে তিনি গ্রামে গ্রামে কৃষকদের সাথে মতবিনিময় করতে উঠান বৈঠক, মাঠ দিবস ও প্রশিক্ষণের আয়োজন করেন। কৃষি উপকরন যেমন সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা রাখেন। ফলে তাঁর কর্মকালিন সময়ে সদর উপজেলায় কৃষিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁর কর্মতৎপরতার কারনে ঝিনাইদহ সদর উপজেলায় শস্য নিবিড়তা এখন ২৬৩%। উপজেলার দানাদর ফসলের পাশাপাশি ফুল, গ্রীষ্মকালীন তরমুজ, ড্রাগন ফল, উন্নতমানের কুল, আম সহ বিভিন্ন ফলের বাগান বৃদ্ধি পেয়েছে ফলে খাদ্য উদ্বৃত্ত্ব এলাকা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে।এক প্রতিক্রিয়ায় বিদায়ী উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম জানান ঝিনাইদহ সদর উপজেলার মাটি উর্বর ও বন্যামুক্ত এলাকা হওয়ায় কৃষিতে উন্নয়নের সম্ভাবনা অবারিত। কৃষিকে লাভজনক ও সম্মানজনক পেশা উল্লেখ করে তিনি এক্ষেত্রে শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসার জন্য আহবান জানান। বিদায় লগ্নে তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে বিদায়ী উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম সম্প্রতি অতিরিক্ত উপপরিচালক (পিপি) হিসেবে পদোন্নতি পেয়ে রাজবাড়ী জেলায় পদায়ন পেয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন জেলার কালিগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল করিম। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ণ অফিসার শংকর কুমার মজুমদার, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত জেলা প্রশিক্ষণ অফিসার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক  বিজয় কৃষ্ণ হালদার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোহাম্মদ আলী জিন্নাহ, বিএফএ সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জুনাইদ হাবিবসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ।


No comments

Powered by Blogger.