অপহৃত যুবক মহেশপুর চাতাল থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার\আটক ২

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাদহের মহেশপুরে মালেকের চাতাল থেকে বুধবা রাতে শিকলবন্দি অবস্থায় অপহৃত সুজন (১৬) নামে এক যুবককে উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। সময় চাতাল মালিক মালেক অপহরনকারী শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ উদ্ধাকৃত সুজন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লক্ষিখালি গ্রামের ইদ্রিস ঢালীর ছেলে

মহেশপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে,গত সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লক্ষিখালি থেকে অপহরনকারী শফিকুল ইসলামসহ কয়েকজন মাইক্রোবাসে করে শফিকুলকে অপহরণ করে  নিয়ে আসে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের মালেকের চাতালে। সেখানে পায়ে শিকল বেধে সুজনের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। ফোনের মাধ্যমে সুজনের পরিবার জানতে পেরে শ্যামনগর থানায় মামলা করে। শ্যামনগর থানা মহেশপুর থানাকে জানালে মহেশপুর থানা পুলিশ উপজেলার নস্তি গ্রামের মালেকের চাতালের গোয়াল ঘর থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় সুজনকে উদ্ধার চাতাল মালিক মালেক শফিকুল ইসলামকে আটক করে

ব্যাপারে মহেশপুর থানার সেকেন্ড অফিসার হায়াত মাহমুদ খান জানান, বুধবার শ্যামনগর থানা সূত্রে খবর পেয়ে রাত্রে উপজেলার নস্তি গ্রামের মালেকের চাতালে অভিযান চালায় এবং চাতালের গোয়াল ঘর থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় সুজনকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান,উদ্ধারকৃত সুজন এর সাথে জড়িত চাতাল মালিক মালেক শফিকুল ইসলামকে রাতেই শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়

 

No comments

Powered by Blogger.