ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিকার সম্পর্কে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে মহামারী করোনা ভাইরাস হতে সৃষ্ট লক্ষণ, উপসর্গ ও প্রতিকার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনাতনে এ আয়োজন করে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এ্যাসোসিয়েশন খুলনা বিভাগ। অনুষ্ঠানে ঘোড়শাল ইউনিয়ন বি.পি.ডি.এ ডাঃ সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আর এম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ এর খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ কামাল হোসেন, বি.পি.ডি.এ খুলনা বিভাগের যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ আলমগীর হোসেন, বি.পি.ডি.এ ঝিনাইদহ জেলা আহবায়ক ডাঃ মোঃ জাফর ইকবাল, বি.পি.ডি.এ কালীগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক ডাঃ এম এ জব্বারসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। বক্তারা মহামারী করোনা ভাইরাস হতে সৃষ্ট লক্ষণ, উপসর্গ ও প্রতিকার সম্পর্কে আরও বেশি বেশি সচেতন হওয়ার আহবান জানান।

No comments

Powered by Blogger.