ঝিনাইদহে জেলা যুবলীগ নেতার জন্মদিন পালন
শেখ রুহুল আমিন,ঝিনাইদহ -
ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা ও কালিচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার রাতে এ উপলক্ষে শহরের নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। জন্মদিনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিন হোসেন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আহমেদ বকুল,জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহাজ্জিবুল মনির,সজিব, কালীচরনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগসহ অসংখ্যা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ইতিমধ্যে এলাকায় জনদরদী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে। দেশে যখন করোনা মহামারিতে নেতাকর্মী সাধারন মানুষ ঘরের মধ্যে বন্ধি জীবন যাপন করছেন। তখন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবনের মায়া ত্যাগ করে ইউনিয়নের গরীব ও দুস্থদের মধ্যে খাদ্য সমাগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করেছেন। জন্মদিন উপলক্ষে তিনি সবাই কাছে দোয়া চেয়েছেন।
No comments