কালীগঞ্জে সিনিয়র সাংবাদিক বিশ্বাস আব্দুর রাজ্জাক আর নেই

শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক ও মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বাস আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না..... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬২) বছর। তিনি কালীগঞ্জের বৃহত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নলডাঙ্গা ভুষণ মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক বিশ্বাস আব্দুর রহিমের পুত্র। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সহ অসংখ্য আত্ময়-স্বজন রেখে গেছেন। ৮০ দশক থেকে তিনি কালীগঞ্জে সাংবাদিকতা শুরু করেন। এই দীর্ঘ সময়ে তিনি দৈনিক আজাদ, ইত্তেফাক, আজকের কাগজ, পূর্বাঞ্চাল, জন্মভ’মিসহ একাধিক পত্রিকার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা থেকে প্রকাশিত খোলাকাগজের কালীগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে ভুষন স্কুল মাঠে যানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।  

সাংবাদিক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু ,চিত্রা নিউজ ২৪ ডটকম এর সম্পাদক সোলায়মান হোসাইন, সাধারন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল। 





No comments

Powered by Blogger.