দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোষ্ট মোড়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। 

এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, ওয়েল ফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন, পরিবেশবীদ মাসুদ আহমেদ সঞ্জু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সুজনের সাধারণ সম্পাদক শরীফ মাহমুদুল হাসান, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আশরাফুন নাহার আশা, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল আহমেদ, পদ্মা সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। এছাড়াও ডাস, হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা, ধর্ষণ বিচার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান।



No comments

Powered by Blogger.