ইবি পেল অবিভাবক, নয়া উপাচার্য ড. শেখ আব্দুস সালাম

 


তরিকুল ইসলামইবিঃ 

নানা কল্পনা-জল্পনার পর অবসান হলো দক্ষিণ-পশ্চিম বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির শূন্য পদ গতকাল ( অক্টোবর,২০২০) সকাল ১১ টায় উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নয়া উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

ইবির নয়া উপাচার্যের যোগদান করে শিক্ষক-কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে মন্তব্য করেন, "আমার প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা  গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং বেগবান করা যাতে আমাদের শিক্ষার্থীরা একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে।"

সময় উপাচার্য . শেখ আব্দুস সালাম দল, মত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টা  সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, "দুর্নীতি কারো কাছেই কাম্য নয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরে দুর্নীতি দুর্নীতিবাজদের কোনো স্থান নেই।"

উল্লেখ্য,গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ  সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক . শেখ আব্দুস সালাম স্যারকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগ আদেশের পর ৩০ সেপ্টেম্বর তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন এবং অক্টোবর বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান পূর্বক দায়িত্ব গ্রহণ করেন  

No comments

Powered by Blogger.