ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করোনা পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ও দারিদ্রতা নির্মূলে আদিবাসি ও গ্রামীন নারীর অবদানই মুখ্য” এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের আওতায় সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কালীচরণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, সামাজিক সহায়তা কমিটির সদস্য ওহাব আলী, এইড’র প্রতিনিধি বিষ্ণু পদ ঘোষ, পারভীন আক্তার,উপকারভোগী সজিবা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য সকলের একসাথে কাজ করার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.