ঝিনাইদহে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা




॥স্টাফ রিপোর্টার॥

ঝিনাইদহে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি মানা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত  রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের পায়রা চত্তর, আরাপপুর, হামদহ, বাসটার্মিনালসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করছেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরি, এস.এম. রকিবুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার ২য় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ পর্যন্ত জেলার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ৬০ জনকে ৩২ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার করতে প্রচারণা চালানো হচ্ছে।


No comments

Powered by Blogger.