কালীগঞ্জে কমিউনিটি ক্লিনিক-এর উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সিংদহ কমিউনিটি ক্লিনিক-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সিংদহ কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন , ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য দেন , কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রাণী সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আওয়ালীগ নেতা লিয়াকত আলী খান লিটন প্রমুখ।
No comments