যুবলীগকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে হবে-কালীগঞ্জে পথসভায় এমপি নিক্সন চৌধুরী॥



॥স্টাফ রিপোর্টার॥

যুবলীগকে সঠিক মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তানদের  হাতে  তুলে দিতে হবে। যুগলীগ হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি, অনুপ্রবেশকারী মুক্ত। আমরা জঙ্গীবাদ ও জামায়াত-শিবির মুক্ত বাংলাদেশ দেখতে চাই। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস-স্ট্যান্ডে পথসভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস-স্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। এমপি নিক্সন চৌধুরী ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর-মহেশপুর)এর সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজের আমন্ত্রনে মহেশপুরে যাচ্ছিলেন। সভায় কালীগঞ্জ যুবলীগ আয়োজিত পথসভায় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বক্তৃতা করেন। তিনি বলেন আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থী যেই হোক ভোট হবে নৌকায়। নির্বাচনের জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করে যেতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা সমুন্নত রাখতে হবে।  



পথসভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ঝিনাইদহ-৩ এর সাবেক এমপি অধ্যক্ষ নবী নেওয়াজ, যুবলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, অর্থ সম্পাদক শাহাদত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেজউল করিম রেজা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ। 


No comments

Powered by Blogger.