ঝিনাইদহে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারলিপি প্রদান



ঝিনাইদহ অফিসঃ

১২ আগষ্ট এর অর্থমন্ত্রালয়ের জারিকৃত পত্রটি প্রত্যহার এবং সমস্যা গুলো স্থায়ী সমাধানের দাবীতে ঝিনাইদহে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে এ স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।  এসময় উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের ঝিনাইদহে জেলা শাখার আহ্বায়ক মোঃ আবু জাফর, ফজের আলী, মনোয়ার, রাহাজ মোল্লা মোছাঃ রাশিদা ও মোছাঃ রুপসা। ঝিনাইদহ জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মোঃ আবু জাফর বলেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেও বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল ও অন্যান্য আর্থিক সুবিধাদিও প্রাপ্যতায় ও ১২ আগষ্ট ২০২০ এর অর্থমন্ত্রালয়ের জারিকৃত পত্রটি প্রত্যহার এবং সমস্যা গুলো স্থায়ী সমাধানের দাবী জানান। তিরি আরো বলেন জাতীয়করণকৃত শিক্ষকদেও জন্য যতগুলো আইন ও পরিপত্র মন্ত্রালয় কর্তক জারীকাে হয়েছে তার কোনটাইতেই জাতীয়করণের তারিখ ১ জানুয়ারি ২০১৩ থেকে চাকুরীকাল  গণণা কারার কথা বলা হয় নাই।

No comments

Powered by Blogger.