কালীগঞ্ছে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহের কালীগঞ্জে, জামাত ও বিএনপি'র নাশকতা ও অসাম্প্রদায়িক পরিকল্পনা রুখে দাঁড়াতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।ছাত্রলীগের নেতারা জানান তাদের এ কর্মসূচি দিনব্যাপী চলবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,পৌরসভার সুযোগ্য সফল মেয়র আশরাফুল আলম (আরশাফ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন,সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন সোহেল ।
No comments