কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। বুধবার সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা ২২২১ জন। এবারের ভোটে সভাপতি পদে তিনজন, সাধারন সম্পাদক পদে তিনজন সহ মোট পাঁচটি পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। বিকাল ৪টার সময় ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায়, ভোটারদের দির্ঘ লাইন। তারা ১০টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

ভোট দিতে আসা ইমারত শ্রমিকদের হেড মিস্ত্রী মতলেব হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি। এর আগেও ইমারত শ্রমিকদের ভোট দেখেছি। এবার অন্যবারের থেকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান।

নির্বাচন পর্যবেক্ষক কালীগঞ্জ উপজেলা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জানান, সকাল থেকেই ভোটাররা শন্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। তবে দুপুর গড়ানোর সাথে সাথে ভোটারদের চাপ বাড়তে থাকে। ভোটারদের দির্ঘ লাইন পড়ে যায়। ভোটাররা স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন বলে যোগ করেন এই শ্রমিক নেতা। 

নির্বাচনে প্রিজাইর্ডি অফিসারের দ্বায়িত্ব পালন করছেন সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সহাকারী অধ্যপক বাবলুর রহমান। নির্বাচন কমিনার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন মাই টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিতা এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আশিকুর রহমান সোহাগ। 

নির্বাচন কমিনার আনিচুর রহমান মিঠু মালিতা জানান, আমরা সবার সহযোগীতায় একটি শন্তিপূর্ণ ভোট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ভোটারদের যে চাপ তাতে ভোট গ্রহন শেষে গণনা করে ফলাফল দিতে গভীর রাত হয়ে যেতে পারে।

                                                                                    

 

No comments

Powered by Blogger.