কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণের দাবিতে ঝাড়ু– মিছিল!

 

খালিদ হাসান-

ঝিনাইদহ জেলার  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার অপসারণের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টার দিকে শহরের মেইন বাস¯ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানবন্ধনের আয়োজন করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন। মানববন্ধনে কালীগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিলে ঝাড়ু ও জুতা প্রদর্শন করেন। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, পৌর শ্রমিকলীগের সম্পাদক মাসুদুর রহমান সোহাগ, ক্রিকেটার সাইদুর রহমান শাহিন, ফুটবল ফেডারেশনের সভাপতি দিলিপ সাহা, সম্পাদক ফজলুল হক তুষার, আশরাফুজ্জামান রাবুল, জনপ্রিয় ধারাভাষ্যকর খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ডেইলি স্টারের আজিবার রহমান, জি টিভির ওলিয়ার রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাবেক ফুটবল খেলোয়াড় রাবুল হোসেন, সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার দুর্ব্যবহারে কালীগঞ্জের সাধারণ মানুষ অতিষ্ঠ। গত রোববার সকালে তিনি কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডুকে দুর্ব্যবহার করে অপমান করেন। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ  কালীগঞ্জের সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছে। আগামী ৭ দিনের মধ্যে এই কর্মকর্তাকে খুলনা বিভাগের বাইরে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন বক্তারা। কর্মসূচি শেষ করার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


No comments

Powered by Blogger.